এনএন অনলাইন :
সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
রবিবার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরেরপ্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।
শামছুল ইসলাম সচিবালয় বিটে কাজ করছেন। তিনি নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক। এ ছাড়াও শিপিং রিপোর্টাস ফোরামের (এসআরএফবি) কোষাধ্যক্ষ হিসেবে কাজ করছেন।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শামছুল ইসলাম দৈনিক নয়া দিগন্তের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০১৩ থেকে তিনি ঢাকায় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বিটে কাজ করছেন।
গত ১৫ বছর ধরে ফ্যাসীবাদী বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ সাইটে লেখালেখির মাধ্যমে মানবাধিকার পক্ষে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন
টিআইবির পর্যবেক্ষণ-পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি
জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন
চাঁদাবাজির মামলায় দায় স্বীকার রিয়াদের, বললেন ‘চাঁদার টাকা সমান ভাগ হতো’