Monday, August 4th, 2025, 5:48 pm

খুলনা ৫ আসনে বিএনপি নেতা শফি মোহাম্মদের দিনভর গণসংযোগ

ডুমুরিয়া ফুলতলার মানুষের সংকটের কালে ও সম্ভাবনাময় সময়ে সহযোগী সহমর্মি হিসেবে পাশে থাকার অঙ্গীকার করেছেন শফি মোহাম্মদ খান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী এই জনপদের ভূমিপুত্র শফি মোহাম্মদ খান সোমবার (৪ আগস্ট) ডুমুরিয়ার রংপুর ও ভান্ডারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি শফি মোহাম্মদ খান রংপুরের  শলুয়া,গাজীতলা,শাড়াতলা,কালিতলা স্কুল, ভাণ্ডার পাড়া ইউনিয়ন, গজেন্দ্রপুর বাজার, গজেন্দ্রপুর দক্ষিণ পাড়া, কাপালডাঙ্গা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি মানুষের কষ্ট লাঘবে মসজিদ মাদ্রাসা ও ক্লাবে আর্থিক অনুদান প্রদান করেন।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো