মোংলায় শিক্ষার আলো ছড়াতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) উদ্যোগে রবিবার মোংলার জয়মনি এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণাদী বিতরণ করা হয়েছে। জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়মনিরঘোল দারুস সুন্নাত স্বতন্ত্র এবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার মোট ২০০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার এবং পেন্সিল কাটার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরণের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাসুম বিল্লাহ ইমরান
খুলনা ব্যুরো
আরও পড়ুন
পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু
বাবুগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
শাবিপ্রবিতে তিনটি দোতলা বাসের উদ্বোধন