August 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 4th, 2025, 9:08 pm

বাবুগঞ্জে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাতুল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাতুল উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা জোৎস্না বেগমের ছেলে তার বাবা রিপন হাওলাদার। রাতুল রহমতপুর বাজারের একটি ভাতের হোটেল পরিচালনা করে আসছিল। স্থানীয়রা জানান, যে কোনো সময় চালতা গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাতুল। বিকালে তার বড় ভাই সাব্বির ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা আসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন। অনেকে বলছে ব্যক্তিগত মানসিক চাপ কিংবা পারিবারিক কোনো কারণ এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাকির সিকদার জানান, সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতুল নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায়  থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের কোন অভিযোগ পেলে অথবা ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

বার্তাপ্রেরক॥ মোঃ আল-আমিন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি