ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে স্মরণে রাখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ‘ অনুষ্ঠান।
এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতাও পড়ছেন বিড়ম্বনায়।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরুর পর থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তবে, বৃষ্টির মধ্যেও কেউ অনুষ্ঠানস্থল ছেড়ে যাননি। অনেকে আশপাশের ছাতার নিচে, কেউবা আশ্রয় নিয়েছেন গাছের নিচে, আবার অনেকে বৃষ্টিতে ভিজে উপভোগ করছেন অনুষ্ঠান।
বৃষ্টিতে ভিজে অনুষ্ঠান উপভোগ করছেন কবির। কথা হলে কবির বলেন, বৃষ্টিতে ভিজলে আর কি হবে হয়তো জ্বর আসতে পারে। তবে এ অনুষ্ঠান আমাদের ১৬ কোটি মানুষের অনুষ্ঠান। আমাদের জুলাই ঘোষণাপত্র পাঠের যে দাবি ছিল তা আজ পূরণ হতে চলছে।
আরও পড়ুন
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৩৫ লাখ
তারিক আহমেদ সিদ্দিকী, আড়ালে থাকা এক জেনারেলের জাতি লুটের কাহিনী
বিমানবন্দরের চারপাশে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন, জানানো হয়েছে রাজউককে