জেলা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরীফুল (৪৬) ও আব্দুল খালেক (৫০)। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)।
শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‘সকাল ৯টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনকে হাসপাতালের ২৫, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন’ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

আরও পড়ুন
শাহবাগে বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
কেরু চিনিকলে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধে আটকে এমডি–কর্মকর্তারা
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট