মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের ট্রিপল মার্ডারের আসামীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কড়ইবাড়ী গ্রামের সর্বস্তরের জনগণ।
বুধবার (৬ আগষ্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা কড়ইবাড়ী গ্রামের মৃতঃ রোকসানা আক্তার রুবী বাড়ীর সামনে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, নিহত রোকসানা আক্তার রুবী স্বামী জুয়েল, মেয়ের জামাই সাঞ্জু, রুবীর চাচা ফুল মিয়া, আত্মীয় বকুল মিয়া ও আতিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ৩ জুলাই সকালে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত রোকসানা আক্তার রুবির বাড়িতে হামলা চালানো হয়। হামলায় রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার আরেক মেয়ে রুমা আক্তার গুরুতর আহত হন, তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
পরদিন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুলসহ ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে প্রকল্প থাকলেও দেখা মিলেনি কালভার্টের
ঘরে ঘরে সৎ নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিন: গোলাম কুদ্দুস
প্রতারক টিপুর ফাঁদে নিঃস্ব নওয়াপাড়ার অর্ধশতাধিক ব্যবসায়ী