মোস্তফা কামাল নান্নু , টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত একজন।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধনবাড়ী উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো – জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল ( ৩২)।
,ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা মোটরসাইকেল যোগে ধনবাড়ী সদরে যাচ্ছিল। এ সময় বিপরীতে দিক থেকে আশা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।
মোস্তফা কামাল নান্নু
টাঙ্গাইল।
আরও পড়ুন
জনগনের রায়ে নির্বাচিত হলে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি
সৌদিআরবে অগ্নিকান্ডে নিহত প্রবাসী আকাশ, ছয় মাসেও লাশ আনতে পারেনি পরিবার
খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যা: বিচারের দাবিতে রাজপথে পরিবার,প্রশাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি