August 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 7th, 2025, 8:40 pm

জনগনের রায়ে নির্বাচিত হলে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি

Oplus_16908288

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আগামী রমজানের আগেই নির্ধারিত স্টেশনে এই ট্রেন পৌছাবে।

তিনি আজ (০৭ আগষ্ট) বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারে গণঅভ্যুত্থানে শহীদ সাদেকুরের স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন

চব্বিশের গণ অভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মৃত্যুবরণ করেন। শহীদ সাদেকুর রহমানের প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই স্মরণ সভা, দোয়া মাহফিলের অয়োজন করা হয় ।

এর আগে এমরান সালেহ প্রিন্স কলিকাবাড়ী গ্রামে শহীদ সাদেকুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন। তিনি শহীদ সাদেকুর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সান্তনা দেন। স্মরণ সভায় শহীদের পিতার হাতে শহীদ স্মারক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব।

স্মরণ সভায় এমরান সালেহ প্রিন্স, জনগণকে আগামী নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেবে। তিনি বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙক্ষা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে নির্বাচন, নির্বাচিত সংসদ ও সরকারের বিকল্প নাই।

তিনি জনকল্যাণে বিএনপির আগামী সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে তৃণমূলের অভাবী পরিবারকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে গরীব কৃষককে একটি ফসলের ঊৎপাদন খরচ প্রদান, এক বছরের জন্য শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান, অন্যান্য বেকারদের কর্ম সংস্থান, শিল্প কলকারখানা স্থাপনসহ জনকল্যাণে বিএনপি ব্যপক কর্মসূচী নিয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের পাশে ছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। জনগনের রায়ে বিএনপি ক্ষমতায় আসলে শহীদ সাদেকুর রহমানের নামে রাস্তার নামকরণ করা হবে। শহিদদের বীরের মর্যাদা দেয়া হবে ও তাদের পরিবার ও আহতদের পুণর্বাসন করা হবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে শহীদ সাদেকুরের পিতা আবদুল লতিফ ভাই, হাফেজ সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর, সাবেক চেয়াম্যান গাজীউর রহমান, বিএনপি নেতা আবুল হাশিম, জুয়েল খান, শাহ মেম্বার, খালেক মাস্টার, সাহাবউদ্দিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

 

সাইদুর রহমান রাজু

হালুয়াঘাট, ময়মনসিংহ