August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 3:26 pm

ছাত্রদলের কমিটি দেওয়ার ২ দিন পর জাবির মওলানা ভাসানী হল কমিটি বিলুপ্ত

কমিটি দেওয়ার দুই দিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের মওলানা ভাসানী হলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রত্ব না থাকার বিষয়ে তথ্য গোপন করা এবং মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর।

আজ রোববার সকাল ১১টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখার ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। অতি শিগগিরই নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল ও একটি অনুষদে ৮৮ সদস্যের কমিটি ঘোষণা করে শাখা ছাত্রদল। এর মধ্যে মওলানা ভাসানী হল ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান, যিনি নিয়মিত শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও তথ্য গোপন রেখেছেন বলে অভিযোগ উঠেছে৷ অভিযোগের প্রেক্ষিতে ওই হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ‘হল কমিটি দেওয়ার আগে আমাদের ক্রাইটেরিয়া ছিল যিনি দায়িত্বে আসবেন তাকে নিয়মিত শিক্ষার্থী হতে হবে। কিন্তু নিয়মিত শিক্ষার্থী না হয়েও তথ্য গোপন রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় আমরা এই ব্যবস্থা নিয়েছি।’

ছাত্রদলের ৩৭০ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটি ও ৮৮ সদস্যের হল কমিটিতে রয়েছেন হত্যা মামলার তিন পলাতক আসামি, সাবেক ছাত্রলীগের নেতাকর্মী এবং মাদক ও ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হওয়া অনেকেই। তবে তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি শাখা ছাত্রদল।

হত্যা মামলার আসামি ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা– এমন প্রশ্নে ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর  বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের তদন্ত চলছে৷ আশা করি শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’