জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার বহুল আলোচিত ও চিহ্নিত সন্ত্রাসী সাজেদ মিয়াকে বহিষ্কার করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় স্থানীয় মুরব্বি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেদ মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। সালিশি বৈঠকের মাধ্যমে একাধিকবার তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করেও কোনো ফল মেলেনি।
বরং সময়ের সঙ্গে তার অপরাধপ্রবণতা বেড়েছে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। বৈঠকে শুধু সাজেদ নয় তার স্ত্রীকেও এসব অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে বৈঠকে তাকে বহিষ্কারে স্বাক্ষর করেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনূর রশীদ, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু, সাজেদের বাবা শেখ রজমুল আলী ও চাচা শেখ আলী আজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কলিম আহমেদ, এম হাজির আলী, বাদশা মিয়া, ওহিদ বক্স মান্না, শামিম আহমেদ, মাওলানা ইমরান আহমেদ, মাসুদ রানা, মইনুল ইসলামসহ এলাকার প্রায় শতাধিক মানুষ স্বাক্ষরের মাধ্যমে সিদ্ধান্তের সমর্থন জানান। বৈঠকে কুলাউড়া থানার ওসির প্রতিনিধিদলের এসআই ছাদেক আহমেদ ও ফাইজুল ইসলামও উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও জানানো হয়, এলাকায় এ ধরনের অপরাধে জড়িত অন্যদের তালিকা তৈরি করা হচ্ছে। আগামী শুক্রবার নতুন বৈঠকের মাধ্যমে তাদের বিরুদ্ধেও সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর