August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 6:53 pm

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র পেল ৫০ জন

টাঙ্গাইল প্রতিনিধি :

দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের সাবালিয়ায় লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কার্যালয়ে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম।

ইলার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলার কো-অর্ডিনেটর মো: জুয়েল রানা এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) ট্রেইনার মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ডিজিটাল স্কিল এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করছে।

তিনি বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবরা আত্মবিশ্বাস, দক্ষতা এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। কাজেই তোমরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা সমৃদ্ধ হয়ে অর্থ উপার্জন করবে। দেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে এটা আমার বিশ্বাস।

শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত দ্বিতীয় ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থী হাতে প্রশিক্ষণ সনদ এবং ৬ জন টপ ফ্রিল্যান্স আর্ন অর্জনকারীর হাতে ক্রেস্ট প্রদান করেন।

টাঙ্গাইল