আলোচিত ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর জামিন হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ রবিবার (১০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।
এর আগে, গত ৩১ জুলাই আলোচিত ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জানিয়েছিলেন, চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ নেই। তদন্ত কর্মকর্তা ও অন্য কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম প্রমাণিত হয়নি। এছাড়া ফারাবী নিজে কোনো স্বীকারোক্তি দেননি। ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি কারাগারে বন্দি আছেন। এসব কারণে জামিন অনুমোদন পেয়েছেন।
রাষ্ট্রপক্ষ পরে জামিন আদেশ স্থগিতের জন্য আবেদন করলেও চেম্বার আদালত তা গ্রহণ করেনি।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর ফারাবী আপিল করেন
আরও পড়ুন
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি-শেখ রেহানা, টিউলিপ, আজমিনা ও রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান
হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদন; ট্রাইব্যুনাল বললেন, ‘ট্রেন ছেড়ে গেছে, ওঠার সুযোগ নেই’