গত বছরে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার উত্তরায় আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে তার জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি আজ সোমবার জানা গেছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগপন্থী কর্মীরা টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফ ও আরও কয়েকজনের ওপর গুলি চালায়, যখন তারা উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বিক্ষোভ করছিলেন। গুলিতে জুবায়েরের গলায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২২ আগস্ট জুবায়ের মামলা দায়ের করেন, যেখানে শমী কায়সারসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১৫০-২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫ নভেম্বর উত্তরা সেক্টর–৪ এর বাসা থেকে শমীকে আটক করে এবং পরের দিন তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, ৮ ডিসেম্বর হাইকোর্ট অন্য এক মামলায় তাকে তিন মাসের জামিন দিয়েছিল, কিন্তু ১২ ডিসেম্বর আপিল বিভাগ সেই জামিনের আদেশ স্থগিত করে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
‘বহু বছর ধরেই একসঙ্গে আছি’, কার প্রেমে পড়লেন জয়া?
খায়রুলের জামিন শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি
এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিল অস্ট্রেলিয়া