August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 4:57 pm

মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগেই। কিন্তু এখনও তার ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায়বিচারের অপমান, জাতির সঙ্গে প্রহসন।

আজ সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ সাইফ (অব.)।

লিখিত বক্তব্য তিনি বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে? যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়-আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর। এমন ঘটনা সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি, এই বিলম্ব আর চলবে না। আমরা আজ সোমবার এই সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই- প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ সাইফ (অব.) বলেন, ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয়, তার বাস্তবায়নে প্রমাণিত হয়। আর যদি সেই বাস্তবায়ন না হয়; তাহলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।