August 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 5:22 pm

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহনুর আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম, অভিভাবক শিরিনা আক্তার ও কৃতি শিক্ষার্থী ইলরা ইসলাম প্রমুখ।

বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক তপন কুমার ভৌমিক ও অফিস সহকারী নারায়ন চন্দ্র দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন, জাহের মিয়া, জামসেদ মিয়া, সহকারী শিক্ষক মোঃ ওবাইদুল্লা, বিল্লাহ হোসেন, মোহাম্মদ হোসেন, জান্নাতুল ফেরদৌস, বর্তমান এডহক কমিটির সদস্য অভিভাবক সদস্য কাউছার মিয়া এবং সহকারী শিক্ষক মোবারক হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।