কুড়িগ্রাম প্রতিনিধি
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিককে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তফাফিজ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর, সাংবাদিক ইউনুস আলী, ফজলে ইলাহী স্বপন, আশরাফুল হক রুবেল, মোস্তাফিজুর রহমান, আলম মনু ।
বক্তারা বলেন, সাংবাদিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার