October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 5:36 pm

উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে রংপুর চেম্বারের বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

রংপুর ব্যুরো:

ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে উৎস কর ও হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারসহ ব্যবসায়ীদের বিভিন্ন জটিলতা নিরসনের দাবিতে সোমবার দুপুরে চার দফা স্মারকলিপি প্রদান করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ স্মারকলিপি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সভাপতি এমদাদ হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার, উইমেন চেম্বার, জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।ব্যবসায়ীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— .ট্রেড লাইসেন্স নবায়ন ও প্রাপ্তির ক্ষেত্রে উৎস কর এবং হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার.নাগরিক সেবাসমুহ যথা নাগরিকত্ব সনদ,জন্ম নিবন্ধন,ওয়ারিশ সার্টিফিকেটসহ অন্যান্য জটিলতা নিরসন।এছাড়াও শহরের ভেতরে যানবাহন চলাচল ও পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টিকারী বাধা অপসারণ,ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সিটি কর্পোরেশনের প্রনোদনা ও উৎসাহমূলক কর্মসুচী গ্রহন.ব্যবসা সম্প্রসারণে সহায়ক নীতি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন।ব্যবসার উপর করের জাল নয়,প্রনোদনা চাইঃ রংপুরের ব্যবসা বাঁচাতে হয়রানী বন্ধ করতে হবে।আলোচনায় ব্যবসায়ী নেতারা জানান, বর্তমান নানাবিধ জটিলতার কারণে ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ী সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে ট্রেড লাইসেন্সে অতিরিক্ত কর আরোপ ও প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ব্যবসায়বান্ধব পরিবেশকে বাধাগ্রস্ত করছে।স্মারকলিপি গ্রহণ করে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ব্যবসায়ীদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ