August 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 8:20 pm

মৌলভীবাজার প্রেসক্লাবে ভুক্তভোগি দুই নারীর সংবাদ সম্মেলন

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহারে ২’শ মামলা ও ছেলেকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

৫’শ কোটি টাকার সম্পত্তির লোভে আমেরিকান প্রবাসী যুবককে খুন করা হয়েছে। খুনের মাস্টার মাইন্ড হিসেবে অভিযোগ উঠেছে পতিত স্বৈরাচারী সরকারের জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। খুনের ঘটনা ধামাচাপা দিতে নিহত যুবকের মা মানবাধীকার কর্মীকে মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় প্রায় ২’শ টি মিথ্যা মামলায় জড়িয়েছে তার লোকজন। একই ভাবে মামলায় জড়িয়েছে তার প্রতিবেশী বোনকেও।

১১ আগস্ট সোমবার বিকেল ৩ টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মানবাধীকার কর্মী, হোপস ডোর বাংলাদেশ এর চেয়ারম্যান ও আমেরিকান প্রবাসী শামীমুন নাহার।

তিনি লিখিত বক্তব্যে জানান, মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ক্লাব রোডে বসবাসকারী উমায়রা ইসলাম ইমা নামের এক নারী আইনজীবীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০২০ সালের নভেম্বর মাসের শেষ দিকে পরিচয় হয়। বিভিন্ন সময়ে ফোনে কথা বলায় তার প্রতি অগাদ বিশ্বাস তৈরী হয় মানবাধীকার কর্মী শামীমুন নাহারের। সিলেটে আসলে হযরত শাহজালাল (র:) ও হযরত শাহপরান (র:) মাজার শরিফ জিয়ারত করতে নিয়ে যাওয়ার কথা জানান শামীমুন নাহার। উমায়রার আমন্ত্রণে ২০২০ সালের ১৫ ডিসেম্বর তার মৌলভীবাজার শহরের বাসায় আসেন তিনি। সকাল সাড়ে ১০ টার দিকে মাজারে নিয়ে যাবে বলে মৌলভীবাজার সাকুরা মার্কেট দিকে রওয়ানা হয়। সাকুরা মার্কেটে না গিয়ে অন্য রাস্তায় নিয়ে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ‘হাটবাজার’ দোকানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে আমেরিকান ক্রেটিড কার্ডের মাধ্যমে তার এবং তার পরিবারে জন্য প্রায় ৫ লক্ষ টাকার কাপড় ও অন্যন্য মালামাল ক্রয় করে। বাজার গুলো বাসায় পৌঁছানোর পর গাড়ির মধ্যে কালো রংয়ের ব্যাগ থেকে উমায়রা পিস্তল বের করে ৬টি গুলি ভরে। এরপর গাড়ির ভেতর তার শরীরে পিস্তল ঠেকিয়ে সাকুরা মার্কেট যাওয়ার সময় হুমকি দিয়ে পূর্ব থেকে প্রস্তুত রাখা বি-ল্যাটেরাল এগ্রিমেন্টে স্বাক্ষর নেয়। ওদিন মৌলভীবাজার এনসিসি ব্যাংকে তার টাকা দিয়ে শামীমুন নাহার নামে একটি একাউন্ট খুলে ও চেক বই তারা তাদের কাছে নিয়ে নেয়। ওই একাউন্টের মাধ্যমে সে প্রতারণা করে মানুষকে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের উদ্দেশ্য ছিলো।

তিনি আরও জানান, বি-ল্যাটেরাল এগ্রিমেন্টে স্বাক্ষর নেয়ার উদ্দেশ্য ছিলো তার বাবা এ.কে.এম রশিদ উদ্দিন সাবেক সচিব ঢাকার ৩টি বাড়ি ও দোকানসহ প্রায় ৫ শত কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করা। এর মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে পতিত স্বৈরাচারী সরকারের জ্বালানী ও বিদ্যুৎ প্রতি মন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রতিমন্ত্রীর পরামর্শে মৌলভীবাজারে আনার অন্যতম সদস্য ছিলো আইনজীবী উমায়রা ইসলাম ইমা, কুলাউড়ার বরমচাল শাহ কালা মাজারের খাদিমের ছেলে আজমল আলী শাহ (সেন্টু), ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মমদূদ হোসেন, এডভোকেট আজিজুর রহমান সহ মৌলভীবাজার, ঢাকা ও বিদেশের অনেকেই এই সংঘবদ্ধ চক্রে জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

উক্ত চক্র তার আমেরিকায় জন্ম নেওয়া বড় ছেলে সাফায়েত ফরাইজি (৩৫) কে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দেশে আসলে ২০২২ সালের ১ জানুয়ারি টার্গেট করে নৃসংশভাবে হত্যা করা হয়। ছেলে হত্যার বিচার চাওয়াতে তার উপর আক্রমণ চালায়। তাদের আক্রমণের শিকার হয়ে ৪ মাস ঢাকা মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নেন ।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সিআর/মামলানং-২৩৭/২০২২ ইং এবং মামলার তারিখ  ২২ মে ২০২২ ইং মামলা দায়ের করেন মো: আজমল আলী শাহ (সেন্টু)।

মামলার এজাহারে উল্লেখিত তারিখ ও ঘটনারস্থল মিথ্যা  সিআইডির তদন্তে তা উঠে আসে। এই রিপোর্ট দেওয়ার পর পতিত ফ্যাসিবাদী সরকারের প্রতি মন্ত্রী নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যাবহার করে ওই তদন্তকারী কর্মকর্তাকে এখান থেকে সরিয়ে দেয়।

এরপর পুণ:রায় সিআইডির মাধ্যমে আমাদের বিরুদ্ধে ফরামায়েশি তদন্ত রিপোর্ট দেয় মো: শামীম রেজা এসআই। এই রিপোর্টের পর থেকে আমার প্রতিবেশী বোন মানবাধীকারকর্মী ফৌজিয়া হাসান (৬০) সহ আমাকে ৫ বার ওয়ারেন্ট বের করে হয়রানী করা হয়। ৫ বারই আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন ও জামিন নেন। এ ধরনের দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি মিথ্যা মামলা দায়ের করা হয়। আইনজীবী উমায়রা ইসলাম ফেসবুকে পবিত্র ধর্ম ইসলাম বিরোধী কটুক্তি করলে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ২৭ জুন মৌলভীবাজার