August 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 8:23 pm

মৌলভীবাজারের ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শহরের শমসেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড এলাকায় এফ রহমান ট্রেডিংয়ে (সদাইপাতি) স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কুলাউড়ার সন্তান শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট সোমবার বিকেলে স্টেশন চৌমুহনী চত্ত্বরে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ), সর্বস্তরের ব্যবসায়ী ও জনতার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান খালিকের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, টিবিএফ’র জয়েন্ট সেক্রেটারী আব্দুল মুক্তাদির জায়েদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, এনসিপি’র মৌলভীবাজার জেলার সদস্য লিংকন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ রহমান, এনসিপি’র সমর্থক ইব্রাহিম মাহমুদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, আব্দুল হান্নান, জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, মোঃ নাজমুল ইসলাম, ট্রেজারার আব্দুস শাকুর, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, ব্যবসায়ী জাহের আলম চৌধুরী, সুরমান বখস, নাইম আল মামুন, বাংলাদেশ জাসদের কুলাউড়া পৌর শাখার সভাপতি নিয়ামত খান, সাধারণ সম্পাদক জহিরুর ইসলাম কর্ণ, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, কাদিপুর পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, কাদিপুর বিএনপির নেতা ছালেক আহমদ, পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতা আব্দুল জব্বার বাবলু, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইমরান আহমদ, রাসেল আহমদ, ব্যবসায়ী রিয়াজ আহমদ, আব্দুল মোহিত, আব্দুল লতিফ কালা, বাংলাদেশ জাসদের সোহাগ মিয়া, ছমির মিয়া, সন্তুস রায়, শাহ আলী, কাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আব্দুর রহমান, ব্যবসায়ী খালিক মিয়া সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকান্ডের চারদিন অতিক্রান্ত হওয়ার পরও এখনও কোন আসামী গ্রেফতার হয় নাই। প্রশাসনের কাছে সেটা  জানতে চাই। খুন আতঙ্কে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের ব্যবসা  প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা নিরাপদ নয়। এমতাবস্থায় অবিলম্বে রুবেলের হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে কুলাউড়া বাজারের মজুমদার ফ্যাশনের ছিনতাইকৃত টাকা উদ্ধার, রিয়াজ মোবাইলের চুরি যাওয়া মোবাইল উদ্ধার সহ কুলাউড়া বাজারে সংঘটিত চুরি, ছিনতাইয়ের কোন ঘটনাই সুরাহা হচ্ছে না। কিছু আসামী গ্রেফতার হলেও মালামাল উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। কুলাউড়া বাজারের সংঘটিত ঘটনা সমূহের সুরাহা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী শাহ ফয়ফুর রহমান রুবেল (৫৪)। রুবেলের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি শহরের শ্যামলী রোডে নিজস্ব বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।  রুবেল দীর্ঘদিন থেকে শহরের কুসুমবাগ, চৌমুহনা ও শমশেরনগর রোড এলাকায় হার্ডওয়্যার, কাপড় ও মুদি ব্যবসা করে আসছেন।