August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 12th, 2025, 7:26 pm

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে কালীগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য জাকজমকপূর্ণ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধাদের স্মরণে বিভিন্ন প্রজাতীর গাছের চারা রোপনের মাধ্যমে যুব দিবসের কর্মসূচী শুরু হয়।

মঙ্গলবার (১২আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উল আজাদের সঞ্চালনায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, সমবায় অফিসার মো. আসাদুজ্জআমান ভূইয়া, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন যুব সংগঠন, যুব উন্নয়নে প্রশিক্ষনার্থী ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।

‎পরে সফল আত্বকর্মী ও বিভিন্ন ট্রেডে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ, নিয়মিত ঋণ পরিশোধ করায় তিন জনকে সম্মাননা স্মারক ও একজনকে যুব সাংগঠনিক হিসেবে পুরষ্কৃত করা হয়। শপদ বাক্য পাঠ শেষে ১৪ জন প্রশিক্ষনার্থীদের হাতে  মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

‎কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ, গাজীপুর