রংপুর ব্যুারো:
স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে । সোমবার সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বড়দরগা হাইওয়ে থানা এলাকায় গুরুত্বপূর্ণ বাজারে মহাসড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী শঠিবাডী উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় । কর্মশালায় শঠিবাড়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব হরেন্দ্রনাথ হারুর সভাপতি তে , শিক্ষক বৃন্দ, অফিসার ইনচার্জ বড়দরগা হাইওয়ে থানা জনাব ওমর ফারুক এবং ৩৫০ এর অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কর্মশালায় পুলিশ সুপার সড়ক দুর্ঘটনার কারণ, ট্রাফিক রুলস, সড়ক দুর্ঘটনার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় সংক্রান্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। আলোচনাটা ছিল অত্যন্ত প্রাণবন্ত। সড়ক দুর্ঘটনার বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা পুলিশ সুপার কে বিভিন্ন প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন। পুলিশ সুপারের প্রাণবন্ত উপস্থাপনায় প্রচন্ড গরমের মধ্যে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। হাইওয়ে পুলিশ আশা করে যে স্কুল শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীরা ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখবে।
রংপুর ব্যুারোচীফ
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর