আল ইব্রাহিম, শ্রীমঙ্গল,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেরিন চা বাগানের সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে চোরাইকৃত মালামালসহ গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভোর রাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোনো সময়ে রাধানগর এলাকার মৃত আজমত আলী ছেলে আসামী রহমত আলী মন্দিরে অনধিকার প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরি সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের এসআই বাবলু কুমার পালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে রাধানগর প্যারাগন রিসোর্টের সামনে থেকে আসামীকে আটক করে।
পরে তার কাছ থেকে চুরি হওয়া একটি খয়েরী-সাদা দরজার কাপড়ের পর্দা, চারটি হলুদ, কমলা, খয়েরী ও সবুজ রঙের বিভিন্ন সাইজের লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরি প্রতিমার তাজ, চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
আরও পড়ুন
নাসিরনগরে ৫০ জন সমাজভিত্তিক সংগঠনের সদস্যের মাঝে সাইলো বিতরণ
জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খুলনায় নিমকো’র আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা