জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারে র্যাব এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ আবুল হোসেন বাবুল (২৮) নামক এক যুবককে গ্রেফতার করেছে। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১১ আগস্ট সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় র্যাব -৯ সিপিসি-২ মৌলভীবাজারের একটি দল কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় মাদক বিরোধী এক অভিযান চালায়। এসময় ৪৬ বোতল ইসকফ সিরপ সহ আবুল হোসেন বাবুলকে আটক করা হয়।
আবুল হোসেন বাবুল কুলাউড়া উপজেলার বেরিগাঁও গ্রামের আজম আলীর পুত্র। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত মাদক সহ বাবুলকে র্যাব কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।
আরও পড়ুন
কুলাউড়ায় বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
অনিয়ম করে ছাত্রদল কলেজ কমিটি গঠনের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মশাল মিছিল
হোসেনপুরে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের একাধিক নেতা গ্রেফতার