পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার ) প্রতিনিধি:
সাদা পাথর লুটপাটের প্রতিবাদে মৌলভীবাজারে বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চে জেলা সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরণ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরি মজুমদার, মহিলা ফোরাম জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
সংহতি প্রকাশ করেন হাওর আন্দোলন মৌলভীবাজার এর সদস্য সচিব খছরু চৌধুরী, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী আশুতোষ দে (অ্যাডভোকেট), সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্ত।
বক্তারা অভিযোগ করে বলেন, নদীর বুকে সাদাপাথরের স্তর। পাথরের গা ভিজিয়ে বয়ে চলছে ধলাই নদী। সীমান্তের ওপারে সারি সারি পাহাড়। পাহাড়, পাথর আর জলধারার অপূর্ব মিতালি দেখতে প্রতিদিন হাজারো প্রকৃতিপ্রেমী ছুটে আসতেন সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে। সেই নয়নাভিরাম সাদাপাথর এখন লুটেররাজ্য। ৫ আগস্টের পর থেকে শুরু হয় পাথর লুট। সেই লুটের ষোলকলাপূর্ণ হয়েছে সম্প্রতি। ওপারে ঠাঁয় দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় পাহাড় ওপারে বইছে ধলাই। কিন্তু সূর্যের আলোতে চিকচিক করা সেই সাদাপাথর আর নেই। পর্যটনকেন্দ্রটি এখন যেন কঙ্কালসার বিরাণভূমি। একবছর ধরে সাদাপাথর লুটের মহোৎসব চললেও প্রশাসন ছিল নিরব। শত কোটি টাকার পাথর লুট হলেও নিজেদের কোন ব্যর্থতা খুঁজে পাচ্ছে না প্রশাসন। অবৈধভাবে সাদা পাথর উত্তোলন এবং প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
পারভেজ আহমেদ
কমলগঞ্জ (মৌলভীবাজার ) প্রতিনিধি
আরও পড়ুন
গণঅভ্যুত্থান ছাড়া ফ্যাসিবাদ সরানো যায় না, তরুণরা তা প্রমাণ করেছে : মাহমুদুর রহমান
সাপাহারে হেফাজতে ইসলামের কমিটি গঠন
টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে গ্রেপ্তার উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনের জামিন মঞ্জুর