August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 13th, 2025, 6:33 pm

জি এম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আদেশ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) এই আদেশ দেন ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ রোবায়েত ফেরদৌস।

আদালতের বেঞ্চ সহকারী আদনান আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদনান আহমেদ জানান, মামলার বাদী আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদের ও মাহমুদ আলমের দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

আদালত জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিরোধ সংক্রান্ত একটি রিট হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকার বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, এ অবস্থায় কারও পক্ষে দলীয় সিদ্ধান্ত গ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সমীচীন নয়।

এই আদালতের এই পর্যবেক্ষণের পর জি এম কাদেরবিরোধী নেতারা দাবি করেন, নিষেধাজ্ঞার ফলে জি এম কাদের সম্প্রতি যেসব সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, তা আইনিভাবে বৈধ নয়। এর ফলে তিনি যেসব নেতাকে অব্যাহতি দিয়েছিলেন – দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১১ জন নেতা – তারা আবার স্বপদে বহাল রইলেন।

এনএনবাংলা/আরএম