Wednesday, August 13th, 2025, 6:45 pm

প্রতি মাসের শেষে বুধবার বিএডিসিতে গণশুনানিতে অনুষ্ঠিত হবে

বাংলাদেশে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অংশীজনদের (স্টেকহোল্ডার) নিকট বিএডিসি প্রদত্ত সেবা অরো গতিশীল, নিবিঘ্ন, বৈষম্যমুক্ত ও তাদের নিকট হতে উত্থাপিত অভিযোগ এবং সমস্যা দ্রুততার সহিত নিরসনের লক্ষ্য নিয়ে গণশুনানি গ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে। বিএডিসি’র জনসংযোগ বিভাগ হতে জানায় যে, প্রতি মাসের শেষে বুধবার অথবা সংশ্লিষ্ট বুধবার সরকার ঘোষিত ছুটি বা বন্ধ থাকলে এর পূর্বের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৯:০০ টা হতে দুপর ১:০০ টা পর্যন্ত কৃষি ভবনস্থ (৪৯-৫১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০) চেয়ারম্যানের দপ্তরে নিয়মিতভাবে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।