গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে রংপুরের গঙ্গাচড়া বাজারে শখের রান্না লেক ভিউ এন্ড পার্টি সেন্টারে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া নাগরিক প্লাটফর্মের আহবায়ক সাংবাদিক আব্দুল বারী স্বপন এর সভাপতিত্বে ও ইয়ুথ লিডার নাজিরুল ইসলাম এবং সীমা আক্তারের যৌথ সঞ্চালনায় সভায় গঙ্গাচড়া নাগরিক প্লাটফর্মের পরিচালন নির্দেশিকা ও কর্মপরিকল্পনা উপর আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা কর্মসূচি সমন্বয়কারী শামীমা আক্তার ও সিনিয়র কর্মসূচী কর্মকর্তা রাখী গোপাল দেবনাথ। ফেসিং প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর আব্দুস সেলিম বলেন এ প্রকল্পের আওতায় যুবকদের দেশপ্রেম বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখাসহ অহিংস সমাজ গঠন কল্পে কাজ করার জন্য যুবকদের নেতৃত্ব বিকাশে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে নাগরিক প্লাটফর্ম। নাগরিক প্লাটফর্ম এর সদস্য সাংবাদিক সুজন আহম্মেদ, সদস্য সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা, সদস্য ও ইউপি সদস্য লাইফি বেগম, সদস্য ও ইউপি সদস্য ঝর্ণা বেগম সভায় বক্তব্য রাখেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার বাংলাদেশে এর উপজেলা সমন্বয়কারী মো: শামসুদ্দীন, গনমাধ্যমকর্মী রানু মিয়া, আফ্ফান হোসাইন আজমীর, সমাজসেবক ডালিম। সভায় নাগরিক প্লাটফর্ম এর সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের লক্ষ্য হলো, নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভূক্তিমূলক ও গুরুত্ব প্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠন সমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান প্রদান ও সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করা। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী নাগরিক প্লাটফর্ম এর সদস্যরা আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা করে। ডেমক্রেসিওয়াচ এর ‘জেন্ডারসমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) ’বিষয়ক প্রকল্পের অংশ হিসাবে জিএফএ’র কারিগরি সহায়তায় ও কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাস এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি রংপুরের মিঠাপুকুর, গঙ্গাচড়া, বদরগঞ্জ ও রংপুর সদরে বাস্তবায়িত হচ্ছে।
আব্দুল বারী স্বপন
আরও পড়ুন
সাদা পাথর লুটপাট বন্ধে নড়েচড়ে উঠেছে প্রশাসন: ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার
ওসমানীনগরে স্বাক্ষীকে চাপ দিয়ে মামলা: স্বাক্ষীর লিখিত অঙ্গিকারে ঘটনা মিথ্যা ও সাজানো
চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা; চার আসামির তিন দিনের রিমান্ড