August 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 15th, 2025, 8:31 pm

হোসেনপুরে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগের একাধিক নেতা গ্রেফতার

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ই আগস্ট পালনের নামে নাশকতা ঠেকাতেকিশোরগঞ্জের হোসেনপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯.৫৫ ঘটিকায় গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক মুকসুদকে আমান সরকার বাজার এলাকা থেকে এবং ৪.০২ ঘটিকার সময় হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সারোয়ার রানাকে আনুহা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। এছাড়াও হোসেনপুর পৌর ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ও হোসেনপুর উপজেলার নান্দানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সারোয়ার রানাকে এর আগেও একবার গ্রেফতার করা হয়েছিল। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা সারোয়ার রানা ও ছাত্রলীগ নেতা এনামুল হক মুকসুদকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। ওসি আরো জানান, কিশোরগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

 

আশরাফ আহমেদ

হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি