খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে তিন তলা ভবন থেকে লাফিয়ে পালাতে গিয়ে মগ লিবারেশন পার্টির চেয়ারম্যান কংচাই মারমা (৩৪) মারা গেছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে ওই অভিযানের সময় সেনা সদস্যদের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। উদ্ধার হয়েছে পিস্তল এবং ৫ রাউন্ড গুলি। ঘটনাটি ঘটেছে শহরের শান্তিনগর এলাকায়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা জেলার মানিকছড়ি গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামে মগ লিবারেশন পার্টির একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলিসহ আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে খাগড়াছড়ি শহরের ব্র্যাক অফিস সংলগ্ন শান্তিনগরে একটি ভবনটি ঘেরাও করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই ভবন থেকে গুলি ছুড়ে কংচাই মারমা। সেনাবাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে কংচাই মারমা তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে আহত হয়। সেনাবাহিনী সদস্যরা আহত অবস্থায় কংচাই মারমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়।
আহত কাংচাই মারমাকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপা ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে কংচাই মারমা খাগড়াছড়ি শহরের শান্তিনগরে রনজিদ দে- এর বাসায় চাকরিজীবী পরিচয়ে বাসা ভাড়া নেন। সেখানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, কংচাই মারমার নেতৃত্বে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আসছিলো মগ লিবারেশন পার্টি।
চলতি বছরের গত ১৯ এপ্রিল মানিকছড়ি ছদুরখীল এলাকার ময়ূরখিল রবি মোবাইল টাওয়ার মেরামত করার সময় কংচাই মারমার নেতৃত্বে সশস্ত্র সদস্যরা টাওয়ার মেরামতকারী একজন টেকনেশিয়ান ও একজন পরিচর্যাকারীকে অপহরণ করে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
কলকাতা থেকে মেসির ভারত সফর শুরু
শেখ হাসিনার আমলে নজরদারি সরঞ্জাম কেনার বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন
আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ বিলিয়ন ডলারের বেশি