August 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 16th, 2025, 4:20 pm

বাংলাদেশে ‘ধূমকেতু’ চালাতে ফারুকীকে অনুরোধ প্রযোজকের

 

ওপার বাংলায় দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’র ঝড়ে এলামেলো যেন দর্শকরা। মুক্তির দিন (১৪ আগস্ট) সকাল থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়েছে দর্শকের ভিড়; প্রতিটি শো-ই চলছে হাউজফুল।

এমন সময়ে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চায় সংশ্লিষ্টরা; এ নিয়ে ইতোমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর উদ্দেশে একটি বিশেষ আবেদনও জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক মাধ্যমে রানা সরকার লেখেন, ‘বাংলাদেশে ধূমকেতু রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আমাদের অনুমতি দিন। বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন।’

এই প্রযোজক আরও লিখেছেন, ‘বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা বাংলাদেশে রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।’

বাংলাদেশেও রয়েছে দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা। অতীতে তাদের অভিনীত একাধিক ছবি দুই বাংলার দর্শকের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছে। দীর্ঘ ১০ বছর একসঙ্গে কাজ না করলেও তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই এত বছর পর ‘ধূমকেতু’ মুক্তি পেতেই দুই বাংলার দর্শকের উচ্ছ্বাস এখন চোখে পড়ার মতো।

জানা গেছে, প্রথম দিনেই সিনেমাটি ২ কোটি ১০ লাখ আয় করে এক অনন্য রেকর্ড গড়েছে। দেব-শুভশ্রী অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী।

এনএনবাংলা/আরএম