সিলেটে পর্যটনকেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে সাদা পাথর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে, পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকারীরা জানায়, শনিবার সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক গ্রামের অন্তত ২৫টি বাড়ি ও মিল থেকে উদ্ধার করা হয় দুই লাখ ৩০ হাজার ঘনফুট পাথর।
এছাড়াও কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ঘনফুট সাদা পাথর। অভিযান এড়াতে কোনো কোনো জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখা হয় এসব পাথর।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় চার লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। লুটপাটের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অভিযানকারীরা।
আরও পড়ুন
পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের এমডি
৭৯’তম জন্মদিনে চলচ্চিত্রে শবনমের ৬৫ বছর
রাজধানীর মাঠ-পার্ক ক্লাবের দখলে, নিশ্চুপ সরকারি সংস্থা