October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 17th, 2025, 6:02 pm

হাসেম নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

সাভার পৌর এলাকার মন্ডলপাড়ার পশ্চিম রাজাশনের মো. হাসেম মন্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবীতে সাভারের বিরুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত পৌর এলাকার পশ্চিম রাজাসন ও ঘাসমহলসহ আশপাশের এলাকার কয়েক’শত নারী,পুরুষ,শিক্ষার্থী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এ কর্মসূচি পালন করেন। এসময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এসময় বক্তারা বলেন, গেল ৫ আগস্ট পশ্চিম রাজাসনের মন্ডলপাড়া এলাকায় নিজ ঘরে হাশেম মন্ডল নামের ওই ব্যক্তিকে গলা কেটে মৃত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ই আগস্ট তিনি মৃত্যূবরণ করেন। এ ঘটনায় ৭ আগষ্ট নিহতের মা রোকেয়া বেগম হত্যা চেষ্টার ঘটনায় একটি অভিযোগ দায়ের করলে ধারা ৪৪৮/৩২৪/৩২৬/৩০৭ পেনার্ল কোড রুজু করা হয়। কিন্তু ১৩ আগষ্ট তিনি মারা গেলেও এখনও এ ঘটনায় হত্যা মামলা বা কোন আসামী আটক বা গ্রেফতার না করায় নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এ মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনকে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার জোরদাবী করেন। তা না হলে আগামীতে তারা আরো বড় ধরনের কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দেন।

তারা আরও বলেন, ছেলের মৃত্যূর খবরে হাসেম মন্ডলের মা ষ্টক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মানববন্ধনে আসা হাসেমের প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, নিহত হাসেম অনেক ভাল ছেলে ছিল। তার কোন স্ত্রী,ছেলে/মেয়ে নেই। তার ছিল কোটি কোটি টাকার সম্পদ। নিহত হাসেমরা ৩ বোন ও ২ ভাই ছিল। এ সময় তারা অভিযোগ করে বলেন, “তৌহিদের কোনো সম্পদ নাই,জুয়া খেলে সব হারিয়েছে, এখন সে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণী। সম্পদের লোভে হাসেমকে তার ছোট ভাই তৌহিদ হত্যা করেছে। সে আজ তার ভাই কে হত্যা করেছে,পরে আরেকজনকে হত্যা করবে।” আপনারা এবং প্রশাসন সুষ্ঠু তদন্ত করলে আসল অপরাধী বেরিয়ে আসবে।

আমরা প্রশাসনকে দোষীদের দ্রুত গ্রেফতার করে তদন্তপূর্বক ফাঁসী দাবী করছি। এদিকে এলাকাবাসী আরও বলেন, ৫ আগষ্ট ঘটনার রাতে হাসেম মন্ডলকে তার ছোট ভাই তৌহিদ আমের জুঁস খাওয়ানোর পরে হাসেম ঘুমিয়ে পড়লে তৌহিদ বাসার বাহির থেকে তালা মেরে চলে যাওয়ার পর এ ঘটনাটি ঘটছে এবং চাবি তৌহিদের নিকট থাকলেও তালাটি এখনও পাওয়া যায় নি। নিহত হাসেম স্থানীয় মরহুম হালিম মন্ডলের ছেলে ছিল। এ সময় এলাকাবাসীর পক্ষে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মেহেদী রানা শহীদ, স্কুল শিক্ষিকা কল্পনা আক্তার,ঘাসমহল এলাকার ওয়াজেদ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

সাভার মডেল থানা ও হাসেম মন্ডলের মৃত্যূর আগে হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) অটল বিহারী বিশ্বাসকে দোষীদের আটক/গ্রেফতার না করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি পরে ফোন দিতেছি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

এস এম মনিরুল ইসলাম,সাভার