August 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 11:25 am

জুলাই গণহত্যায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (১৮ আগস্ট)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ হবে। এদিন, সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়, আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে রোববার শেখ হাসিনা, কামাল, মামুনের বিরুদ্ধে চারজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ৮১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত এ মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, অক্টোবরের মধ্যে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হবে। জবানবন্দি দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুনও।

১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের তিন সপ্তাহের আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ, উসকানি ও প্ররোচনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।