October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 1:41 pm

আ.লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি তোলেন।

রিজভী বলেন, ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে তা সম্ভব নয়। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। তিনি নির্বাচন কমিশনের প্রতি মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগেরও আহ্বান জানান।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনকে বাংলাদেশের জন্য অনুপযোগী আখ্যা দিয়ে রিজভী বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এ দেশের জন্য প্রযোজ্য নয়। যারা এ দাবি করছে, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আশা প্রকাশ করেন। তার মতে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি থাকলে শিক্ষার পরিবেশ সুষ্ঠু থাকে।