August 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 5:00 pm

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ ৫ জন গ্রেপ্তার

 

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় র‍্যাব-২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৮ আগস্ট) র‍্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংএ এই তথ্য জানান র‍্যাব-২।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে ‘বাংলাদেশ আমার অহংকার’ —এই স্লোগান নিয়ে র‍্যাব দেশব্যাপী অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িতদের গ্রেপ্তার করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংস্থাটি।

গতকাল (১৭ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে ঘাটারচর এলাকায় এক অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। পরে আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।

পরবর্তীতে স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের ভাকুর্তা এলাকা থেকে তার দুই সহযোগী মোঃ রায়হান (৪০) ও মেহেদী হাসান ইউসুফ (৩৮) কে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের জিজ্ঞাসাবাদের পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আরও দুই সহযোগী মোঃ আবুল হাসেম (৬৪) ও জুয়েল মিয়া (৩২) কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সময়ে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

র‍্যাব-২ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সহযোগী অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/