October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 6:23 pm

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সিলেট অফিস:

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা মৎস্য অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি নগরীর ক্বীন ব্রিজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও আড়ৎদাররা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা সিমা রাণী বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সেমিনারে বক্তারা বলেন, পোশাকশিল্পের পর দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য চাষের সঙ্গে যুক্ত। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ উদ্যোক্তা আজ স্বাবলম্বী হয়েছেন। একই সঙ্গে মৎস্য চাষ দেশের চাহিদা পূরণ করছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করছে। সিলেটে বিভিন্ন প্রকল্পের আওতায় ৭টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলেও জানান তারা।

এ সময় মৎস্যজীবীরা অভিযোগ করেন, সিলেটের বিভিন্ন জলাশয় প্রভাবশালীদের দখলে চলে গেছে, ফলে মাছের উৎপাদন কমছে। সরকারি দীঘি ও জলাশয়গুলো দ্রুত দখলমুক্ত করার দাবি জানান তারা।

এছাড়া সাম্প্রতিক বন্যায় সিলেটের মৎস্য খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন, খামারিদের ক্ষতির তুলনায় সরকারের প্রণোদনা যথেষ্ট ছিল না। এতে অনেক চাষি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাই সরকারের উচিত ক্ষতিগ্রস্ত চাষিদের পর্যাপ্ত সহায়তা দেওয়া।