কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য জাকজমকপূর্ণ র্যালী অনুষ্ঠিত হয়েছে। পরে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, বিআরডিসি অফিসার বন্নি শিখা রয়, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও মাছ ব্যবসার সাথে সম্পৃক্ত জেলে এবং গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
শেষে উপজেলার তিন জন মৎসচাষীকে ব্যবসায় উৎসাহ প্রদানের লক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কাজী মোহাম্মদ ওমর ফারুক
কালীগঞ্জ, গাজীপুর
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ