Monday, August 18th, 2025, 6:30 pm

নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের সাথে একযোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে চলোচনা সভা ও সফল চাষিদের পুরস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. আব্দুল মোমেন, বি আর ডিবির চেয়ারম্যান আহাম্মদ হোসেন রানা।

এছড়াও উপজেলার মৎস্যজীবী সুবিধাভোগীরা এসময় উপস্থিত ছিলেন।

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।