August 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 6:38 pm

তেরখাদায় ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

খুলনার তেরখাদা উপজেলার বারাসাতের উত্তর খুলনা এস এম এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ হাসান শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুলনা জেলা উত্তরের সেক্রেটারি ছাত্রনেতা ইলিয়াস হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত উপশাখা সভাপতি ইফরাত মুন্সি এবং বিভিন্ন পর্যায়ের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ইলিয়াস হুসাইন তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, সঠিক শিক্ষা অর্জনের পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারলেই শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অধ্যবসায়ী হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগে নিজেদের উৎসাহিত বোধ করেছেন বলে জানান।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা।