October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 7:19 pm

প্রিন্টিং ভুল চিঠিতেই জাতীয় মৎস্য সপ্তাহ

জয়পুরহাট প্রতিনিধি :

জাতীয় মৎস্য সপ্তাহ পালনের সরকারি তারিখ পরিবর্তনের পরও জয়পুরহাটে প্রচারণা চালানো হচ্ছে প্রিন্টিং ভুল চিঠি দিয়েই। এতে অংশগ্রহণকারীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা বলছেন—এতে কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

প্রথমে ২২-২৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালনের ঘোষণা ছিল। কিন্তু ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র কারণে সরকার পরে সিদ্ধান্ত নেয়, নতুন তারিখ হবে ১৮-২৪ আগস্ট। এ সময়ের মধ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তি ও আলোচনা সভার আয়োজন করা হবে। এবারের প্রতিপাদ্য— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি।”

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সভাপতিত্ব করবেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।

চিঠির ভুল প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা বলেন, “তারিখ সংশোধন করে প্রিন্টে পাঠানো হয়েছিল। তবে প্রিন্টিং-এ ভুল হয়ে গেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।”

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার এ বিষয়ে বলেন, “আমি চিঠিটি এখনও দেখিনি। তবে যেহেতু সারাদেশেই একই তারিখে সপ্তাহটি পালিত হচ্ছে, তাই প্রিন্টিং মিসটেক হলেও সমস্যা নেই।”

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।