October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 19th, 2025, 2:40 pm

ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে: রিজভী

ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে প্রত্যাশা অনুযায়ী ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে সেটি এখনো পূরণ হয়নি। এখনো পাড়া মহল্লায় মব হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে সেগুলো বাতিলের পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি।

এসময় তিনি আরও অভিযোগ করেন, হাসিনার আমলের ঋণ খেলাপি করে যারা দেশের টাকা পাচার করেছে তাদের অনেককে নতুন করে পুনর্বাসন করা হচ্ছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।