October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 21st, 2025, 3:04 pm

খালিশপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগামীর পৃথিবীকে সুন্দর রাখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই—মহানগরী আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আগামীর পৃথিবীকে সুন্দর রাখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই।

সকলকে বৃক্ষ রোপণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে সবাইকে গাছ লাগানোর আহবান জানিয়ে তিনি বলেন, গাছ আমাদের পরিবেশের অন্যতম উপাদান।

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামায়াতে ইসলামী জনস্বার্থে সামাজিক কাজের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করছে। তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি হল পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর একটি পরিকল্পিত কার্যক্রম।

এতে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করা হয়। তিনি আরও বলেন, বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও, ফলজ গাছ থেকে ফল পাওয়া যায় এবং কাঠও পাওয়া যায়। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।

বুধবার (২০ আগস্ট) সকালে খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত ক্রিসেন্ট আলীম মাদরাসার উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম এর সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, বি এল কলেজের সাবেক ভিপি এডভোকেট জাকিরুল ইসলাম, মাদরাসার সহকারী সুপার আব্দুল মালেক, মাওলানা বদরুজ্জামান, ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ নেতা এস এম মাহফুজুর রহমান, জামায়াত নেতা মাওলানা আসাদুজ্জামান, আবু সাঈদ, আব্দুল আওয়াল, মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো