রংপুর ব্যুরো :
রংপুরের শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ ছাড়ের দাবীতে শ্যামপুর চিনিকল চালুকরণ সংগ্রাম পরিষদের ব্যানারে শ্যামপুর বটতলায় বুধবার সকাল ১১ টায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামপুরের গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চিনিকল চালুকরণ টাক্সফোর্স কমিটির সদস্য ও কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আলতাফ হোসেন,কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার,শ্যামপুর চিনিকল চালুকরণ সংগ্রাম পরিষদের নেতা রুহুল আমিন লিটন,শ্যামপুর অঞ্চলের কৃষক নেতা মঞ্জিল হোসেন,কৃষকনেতা সামছুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত মানববন্ধন চলাকালে শ্যামপুর চিনিকল এলাকার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ী ।
মানববন্ধন সমাবেশে বক্তারা সকলেই বলেন অতিসত্ত্বর শ্যামপুর চিনিকল চালুর অর্থ ছাড় করার ব্যবস্থা করে শ্যামপুর চিনিকল চালুর ব্যবস্থা করবেন এবং জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন।বক্তারা আরও বলেন যতদিন পর্যন্ত না অর্থছাড় করা হবে ততদিন পর্যন্ত শ্যামপুরের মানুষ তাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ
খালিশপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
ঘুষ নেওয়াকে কেন্দ্র করে সাভার পৌরসভায় দুই কর কর্মকর্তার হাতাহাতি