এখন পর্যন্ত শতাধিক নাটকে অভিনয় করেছেন সামিরা খান মাহি। কিন্তু সেই তিনিই বলেছেন, ‘কখনও অভিনয়ে আসার ইচ্ছাই ছিল না। মানে, কখনও অভিনয় করবো এমনটা ভাবিনি। কিন্তু দেখুন, এখন নিজের পরিচয় তুলে ধরতে অভিনেত্রী ছাড়া বলার মতো কিছুই নেই।’
তাহলে অভিনেত্রী হওয়ার ইচ্ছে না থাকলেও নিয়মিত অভিনয় করার প্রেরণা পাচ্ছেন কীভাবে? এমন প্রশ্নে মাহি বলেন, ‘অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখিনি এ কথা যেমন সত্যি, তেমনি এও সত্যি, একটি, দুটি করে নাটকে কাজ করতে গিয়ে অভিনয়ের প্রতি দুর্বলতা তৈরি হয়ে গেছে। এরপর যখন অভিনয়ের সূত্রে দর্শকের ভালোবাসা পেতে শুরু করলাম, তখন মনে হয়েছে, এটাই আমার নিয়তি নির্ধারিত কাজ। তাই মনপ্রাণ ঢেলে এই কাজই করতে হবে। নিজেকে তৈরি করে নিতে হবে পরিণত অভিনয়শিল্পীতে। সেই ভাবনা থেকেই নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি। চেষ্টা করে যাচ্ছি, ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে নিজেকে পর্দায় তুলে ধরতে।’
শতাধিক নাটকে অভিনয় করেছেন, সব কাজই কি দর্শক মনে ছাপ ফেলার মতো? এ নিয়ে মাহির উত্তর, ‘আমার সব কাজই দর্শক মনে আঁচড় কেটেছে কিংবা সব শ্রেণির দর্শকের প্রত্যাশা পূরণ করেছে– এমন দাবি কখনও করিনি; তা সম্ভবও নয়। ধারাবাহিকভাবে কাজ করতে গেলে সব সময় নিজের ভালো লাগা অনুযায়ী গল্প ও চরিত্রে কাজের সুযোগ মিলবে– বিষয়টা এমন নয়। সত্যি বলতে কী, বেশির ভাগ নাটকের গল্পই খুব হালকা ধাঁচের মনে হয়। অনেক সময় দেখা যায়, কাহিনিতে তেমন কোনো গভীরতা নেই, চরিত্রেও নেই নতুনত্ব, তার পরও সেটি দর্শক পছন্দ করছেন। তাই কাজ শুরুর আগে এও অনুমান করা কঠিন, কোন গল্প, কোন চরিত্র কার মনে কীভাবে ছাপ ফেলবে। তার পরও যতটা পারি, অভিনেত্রীসত্তাকে খুশি রাখতে ভিন্ন ধরনের গল্প ও চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করি।’
এনএনবাংলা/
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
রোমাঞ্চকর লড়াই শেষে হারের বেদনায় বাংলাদেশ
বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ