গাজায় দুর্ভিক্ষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে জাতিসংঘ। এ দুর্ভিক্ষের বিষয়ে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। গাজাবাসী অনাহার, চরম অভাব ও মৃত্যুর মুখে পতিত হচ্ছেন।
শুক্রবার (২২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জাতিসংঘ প্রকাশিত দুর্ভিক্ষের এ প্রতিবেদন সম্পর্কে বলা হয়।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই এবং এই প্রতিবেদন হামাসের মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
আল জাজিরা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি হামলায় শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা শহরেই ২৫ জন মারা গেছেন। গাজায় তীব্র বোমাবর্ষণ চলছে।
বিশ্বনেতারা ইসরায়েলের অনুমোদিত তথাকথিত বসতি সম্প্রসারণ প্রকল্পের নিন্দা জানিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত রামাল্লা ও বেথলেহেমের মধ্যকার শেষ সংযোগগুলোর একটি বিচ্ছিন্ন হয়ে যাবে।
উল্লেখ্য গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬২,১৯২ জন প্রাণ হারিয়েছেন এবং ১,৫৭,১১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জনেকে হত্যা এবং ২০০ জনের বেশি বন্দি করা হয়েছিল।
এনএনবাংলা/
আরও পড়ুন
বৃদ্ধ বাবা-মাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন দুই ছেলে, পথেই শেষ হলো ৪টি জীবন
‘মব’ সৃষ্টি করে তিন কিশোরকে পিটুনি, একজনের মৃত্যু
ভারতে প্রবেশের অভিযোগ দুই বিজিবি সদস্যর বিরুদ্ধে, আটক ১