August 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 23rd, 2025, 2:14 pm

ফরিদপুরের মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও অপর মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে। শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকেরা সম্মেলনে যোগ দিতে চাইলে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত ১০ জন আহত হন এবং কিছু সময়ের জন্য সম্মেলন পণ্ড হয়ে যায়।

পরে ঝুনু সমর্থকেরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে মিছিল করেন। সংঘর্ষে আহতদের মধ্যে ঝুনু সমর্থক সাবেক সহ-সভাপতি আকবর আলী শেখ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা খায়রুল শেখসহ কয়েকজন রয়েছেন। অপরদিকে নাসিরুল ইসলাম সমর্থকদের মধ্যেও ফরিদুল ইসলামসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

ফরিদপুরের মধুখালী থানার ওসি এস এম নূরুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে বিএনপির কর্মী সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

 

নাজিম বকাউল, ফরিদপুর