January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 12th, 2021, 7:42 pm

সুপারম্যান এবার উভকামী

অনলাইন ডেস্ক :

ডিসি কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র সুপারম্যান। এবার কমিকস বইয়ের পাতায় উভকামী হিসেবে হাজির হবেন। নতুন সুপারম্যান অর্থাৎ সুপারম্যান ক্লার্ক কেন্ট এবং লুইস লেনের ছেলে জোনাথান কেন্টকে একজন উভকামী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছে তারা। ডিসি কমিকস এমনটাই ঘোষণা দিয়েছে। আগামী ৯ নভেম্বর প্রকাশিত হবে ‘সুপারম্যান: সন অব কাল-এল’ নামের এই কমিকস বই। এতে পুরুষ বন্ধু রিপোর্টার জে নাকামুরার সঙ্গে রোমান্টিক সম্পর্কে দেখা যাবে নতুন সুপারম্যানকে। লেখক টম টেলর বলেন, ‘সুপারম্যান চরিত্রটি সবসময়ই প্রত্যাশা, সত্য ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। এখন এই প্রতীক আরো বেশি কিছু বোঝাবে। অনেকেই এখন নিজেদেরকে কমিকস বইয়ের সুপারহিরো হিসেবে দেখতে পাবেন।’ ডিসি কমিকসের প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা এবং প্রকাশক জিম লী বলেন, ‘আমরা ডিসি কমিকসের গল্পের বৈচিত্যতা নিয়ে অনেক কথা বলেছি এবং এটি আরো একটি উদাহরণ। আমরা এই কমিকসে পাবো জন কেন্ট নিজের পরিচয় খুঁজছে এবং টিভিতে সুপারম্যান ও লুইসের ব্যাপারে জানতে পারে। তারা নিজ নিজ জগতে অবস্থান করবে এবং আমাদের ভক্তরা দু’টি উপভোগ করবে।’