August 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 23rd, 2025, 4:03 pm

১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

 

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার পরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকার পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দারও এ সময় উপস্থিত ছিলেন।

২০১২ সালের পর ঢাকা সফরকারী পাকিস্তানের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন ইসহাক দার। ২০১২ সালে পাকিস্তান তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ইসলামাবাদে অনুষ্ঠিত ডি–৮ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ সফর পাকিস্তান–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, উপ–প্রধানমন্ত্রী দার আজ বাংলাদেশে ঐতিহাসিক সফর শুরু করেছেন। ঢাকায় তিনি বাংলাদেশি নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

আগামীকাল রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।

আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংযুক্তি, জনগণের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয় অগ্রাধিকার পাবে।

রোববার বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসায় দেখা করার পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।

এনএনবাংলা/