রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও সাবেক ‘হিট অফিসার’ বুশরা আফরিনের স্বামীর ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, গত বুধবার ভোররাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা ও বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্যসহ নগদ অর্থ জব্দ করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন— আব্দুর রাব্বি, শাকিল আহম্মদ ও রনি মিয়া মামুন। তাদের পাশাপাশি হিট অফিসার বুশরার জামাতা জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া এক পুলিশ সদস্য জানান, ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ থেকে প্রায় সাড়ে চার কেজি বিভিন্ন ব্র্যান্ডের সিসা, একাধিক ব্র্যান্ডের সিসার কৌটা ও প্যাকেট এবং ১২ কেজি কোকোনাট চারকোল জব্দ করা হয়। এ ছাড়া দশটি হুক্কা ও আটটি পাইপ এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে এই সিসা লাউঞ্জে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির